এসেছো কেঁদে নতুন ভুবনে
জীবনের নতুন প্রান্তে
আমি জীবনের হেঁটেছি পথ
এসেছি শেষ প্রান্তে।
দেখেছি অনেক কিছু
শিখিনি কিছু
অবিরাম ছুটেছি
মরিচীকার পিছু।
জীবনের পথ নইকো সোজা
কিসে ভালো কিসে মন্দ
যায় না বোঝা
অবিরাম জীবনে সুখ খোঁজা।
জীবনের শেষ প্রান্তে এসে
যেটুকু যা জেনেছে মনে
বলবো তা তোমায় ক্ষণে ক্ষণে
বুঝে নিও মনে প্রাণে।
যদি ছুটে যাও অবিরত সুখের খোঁজে
জীবনের মানে পাবেনা বুঝে।
লোভ লালসায় নই, অতটুকু খেয়ো
যতটুকু লাগে খুদা
ভালবাসা দিলে ভালোবাসা পাবে
পাবে প্রেমের সুধা।
সবার ভিতর লোভের ব্যাধি
বড়োই স্বার্থপর এই পৃথিবী
চাইনা কেউ এ ভুবনে
খুব সহজে যেতে হেরে
অতৃপ্ত সুখে সুখী হয়
একে অপরকে ঠকাতে পেরে।
তুমি সহজে যেও হেরে
করে নিয়ে ভালবেসে পৃথিবী আপন
চলে যাবে যখন এ ভুবন ছেড়ে
বুঝবে পৃথিবী কতটা প্রয়োজন।
ফেলে যাওয়া সব তোমার কর্ম
বুঝবে ভুবন তোমার মর্ম।
আমার খেলা হয়েছে শেষ
পৃথিবী থেকে বিদায় নিলাম
তোমার খেলা সবে যে শুরু
তেমার জায়গা করে দিলাম।
মনে রেখো জীবনে
লোভ,লালসা,হিংসা বিদ্বেষ
খুন খারাপ নারী হরন
এগুলো জীবনের ধ্বংসের কারণ
জীবনে চলার পথে আসবে বাঁধা
তবু একথা রেখো স্মরণ।
যাবে যখন জীবনের পথ ধরে
শত বাঁধা অতিক্রম করে
সত্য, সততা সবার আগে
নিয়ো আজীবন সাথী করে।