আমার একাকিত্ব জীবনটা
আজ বড়োই একগুঁয়ে
নতুন কিছু চাইছে আঁকড়ে
পুরোনো কে ধুয়ে।
নিজের মাঝে আছে যা কিছু
নেই যে নিয়ন্ত্রণ
সবকিছু আজ চাইছে যে আজ
তোমার আমন্ত্রণ।
দখিনা খোলা বাতাস গায়ে
লাগাতে আর চাই না
পাখির ডাকে উদাস হয়ে মন
ছন্দ খুঁজে পাই না।
কাটছে জীবন টা হঠাৎ করেই
কোন অজানা ঘোর
চারপাশে ভেসে আসে শুধু
তোমার স্নেহময় সুর।
তোমার কন্ঠ ভেসে লাগে এবুকে
হাজারের মাঝে সতন্ত্র
আমি বিভর হয়ে শুনি কোন ঘোরে
যেন সম্মোহনী মন্ত্র।

বুঝেছি আজ তোমাতে হারিয়ে মন
ভুলেছে সবকিছু
আমার পঞ্চ ইন্দ্রিয় করছে যেন
তোমার পিছু পিছু।
সেই গঙ্গার ঘাটে প্রথম দেখায়
সব হয়েছে এলোমেলো
এই বুকটা ফেলে লাজুক এ মন
তোমার পিছু নিলো।
তারপর থেকে লাগেনি ভালো
ভোরের শিশির কনা
পূবের  ওই  সূর্যোদয়ে
হয়নি মন আনমনা।
হাটতে হাটতে উদাস হয়ে
যায়না এখন হারিয়ে
চেনা সুরে চমকে উঠে
যায়না হঠাৎ দাড়িয়ে।
তোমার সান্নিধ্য পেতে সবই
হয়েছে অনিয়ন্ত্রন
সময় পেলে এসো এবুকে
রইলো নিমন্ত্রণ।