যে পথে চলেছিলাম দুজনে
সে পথ আজও জনাকীর্ণ
সে পথে পড়ে আছে আমার স্মৃতি
পড়ে আছে আমার স্বপ্ন চূর্ণ।
শুধু তুমি নাই, শূন্য হাতে চলি
তোমার হাত নেই আমার হাতের মাঝে
তোমার বসবাস আজ অন্য ভুবনে
অন্য রকম সাজে।
রাস্তার দুপাশের সবুজ ঘাস বলে
ওরাও আমার মত একাকী
রোজ সকালে শিশির কনা আঁকড়ে ধরে
দুপুর হতেই দেয় ফাঁকি।
আকাশের চাঁদ ও বলে
আমার মতোই একা
মেঘমালা ও দিয়েছে নাকি
চাঁদের সাথে ধোঁকা।
শিশির কণা, মেঘ মালার মতোই
দিয়েছো তুমি ফাঁকি
করেছো কি শূন্য এই পূর্ণ হৃদয়
ওদের দেখাদেখি?
কিন্তু, সকাল হলেই জানি ঘাস পাবে
শিশির কণার দেখা
চাঁদ পাবে নতুন করে
মেঘ মালার দেখা।
আমি,আমার কি হবে?
আমি তো থাকবো একা
পাবোনা জানি হৃদ আঙিনায়
তোমায় আবার দেখা।