মাঝে মাঝে খুব ইচ্ছা হয়
তোর হাতটি ধরে পালাই
এই যন্ত্রে চলা কৃত্রিম ভুবন ছেড়ে
দূর অজানাই হারায়।
যে ভুবনে থাকবে না মোটরযান
আর ইলেকট্রিকের ছোয়া
নিশ্বাসের এই বাতাসে থাকবে না
কলকারখার কালো ধোঁয়া।
যেখানে থাকবে না টিভি রেডিওর
ভেসে আসা গানের কোলাহল
মোবাইল, ফেজবুক আর টুইটারের
সময় অপচয়ের জঞ্জাল।
সবুজে সবুজে ঘেরা সে ভুবনে
করবো দুজনে বসবাস
শুধু ভালবাসা দিয়ে কাটাবো সে ভুবনে
জীবনের বারটা মাস।
একলা ভুবনে শুয়ে-বসে আনমনে
দু'জনে স্বপ্ন বুনবো
খোলা আকাশের নিচে বসে বসে
চাঁদ তারা ঐ দেখবো।
প্রকৃতির মাঝে করবো বসবাস
লাগবে না যন্ত্রের ধাঁধা
মুক্ত ভুবনে থাকবো দু'জনে
থাকবেনা কোন বাঁধা।
কষ্ট পেলে অজানা ভুবনে
দুজনে জড়িয়ে কাঁদবো।
প্রতিদিন বুনে নতুন আশা
দুজনাকে আঁকড়ে বাঁচবো।