স্বপ্নের মত সুন্দর সে গ্রাম
যেন স্বর্গ ভূমি
তিন পাশে তার পাহাড়ে ঘেরা
এক পাশে সমভূমি।
সবুজ গাছে ঘেরা সে গ্রামের
সর্বদা পাখিরা করে গুঞ্জন
দিগন্ত মাঠ শশ্যে ভরা
আকৃষ্ট করে মন।
সকাল হলেই ঘুম ভাঙ্গে
ময়ূর পাখির ডাকে
প্রতি প্রভাতে যেন নতুন সে গ্রাম
যেন নতুন দৃশ্য আঁকে।
কখনও হঠাৎ দূর থেকে ভেসে আসে
পাহাড়ের চুড়ার মন্দিরের ঘন্টা
যেন এ মায়াবী রহস্যে ঘেরা এ ভূমি
সর্বদা আকৃষ্ট করে মনটা।
সর্বদাই সবাই থাকে সুখে
মনে থাকে আনন্দ
গ্রামের মানুষ যেন ভাই ভাই
নেই যে কোন দন্দ।
সকল ধর্মের লোক এক সাথে তারা
থাকে কত কাজে
গ্রামটি যেন শান্তি নীড়
শান্তি সবার মাঝে
রাত্রি হলেই শোনা যায়
কতনা শেয়াল ডাকে
নিস্তব্ধতায় ঘুমের মাঝে
কতনা স্বপ্ন আঁকে।
মাঝে মাঝে সেই গ্রামের মায়া
আকৃষ্ট করে মন
মনে হয় যেন আবার যায় চলে
প্রিয় ময়ূরবন।।