হে বিধাতা তোমার পদতলে
করেছি মাথা নত
করে দাও ক্ষমা, করেছি পাপ
করেছি ভুল এ জীবনে যত।
তুমি যে সকল সৃষ্টির মূল
সকল কর্মের আধার
তোমায় ভুলে হবে কে মহান
এমন দুঃসাধ্য কাহার?
জীবনে অনেক করেছি পাপ
কেটেছে জীবন ভুলে
কেটেছে আজ সকল ভ্রান্তি
এসেছি তোমার পদতলে।
কত পাপী পেয়েছে ক্ষমা
তোমার দ্বারে এসে
দু-হাত করজোড়ে রয়েছি তাই
তোমার দ্বারে বসে।
আমার মত রয়েছে যারা
পাপ কর্মে লিপ্ত
তাদের সকল পাপের নেশা
করে দাও তুমি লুপ্ত।
তুমি যে বিশ্বের পরম পিতা
পরম করুণাময়
তোমার সৃষ্টি আজ বড়োই সংকটে
শুধু বিভীষিকাময়।
মানুষের মনে শুধু পাপের বিরাজ
সবাই খুনখারাবে মত্ত
শুধুই লোভ আর লালসায় ভরা
ভুলে গেছে যে সত্য।
হে বিধাতা,
মানুষের মনের লোভ, লালসা
সবিই নাও তুমি তুলে
মনের মাঝে সত্যের আলো
দাও তুমি আজ জ্বেলে।
আমার মত যারা পাপীতাপী
করোগো তাদের ক্ষমা
ধুয়ে দাও হে সকল পাপ
মনে আছে যত জমা।
এই সৃষ্টির সকল অনাচার
করো গো আজ পরিত্রাণ
ফোটাও ভূবনে সত্যের আলো
মুখরিত হোক সততার জয়গান।