দেশ জুড়ে লক ডাউন
কাজ কর্ম বন্ধ
করিনি বিধাতা এমন সময়
পেটের খুদা বন্ধ।
দশ বছরের শিশু আমি
অত কিছু কি বুঝি
খিদে লাগলে রান্না ঘরে
খাবার শুধু খুঁজি।
সকাল হতেই খিদে পেটে
মা করেনি রান্না
ভাত চেয়ে চেয়ে মায়ের পাশে
বসে করেছি কান্না ।
রেগেমেগে মা লাঠি নিয়ে
এসেছিল খুব তেড়ে
বলেছিল মা, কত লোক মরে
তুই যাস না কেন মরে।
মা বলেছিল মরলে নাকি
নাই আর খিদের ভয়
অবুঝ শিশু মরলে নাকি
স্বর্গ বাসী হয়।
তাই তো করেছে আত্মহত্যা
মনে বেঁধে সব শক্তি
যে করেই হো করবো আমি
খিদে থেকে মুক্তি।
নিভে গেছে জীবন প্রদীপ
থেমে গেছে খিদের ব্যাথা
আর কখনও বলবো না
ভাত দেওয়ার কথা।
স্বর্গে বসে খাবার খাবো
একলা পেট ভরে
পেট ভরে খেয়ে নিস মা
একাই রান্না করে।।