করোনা এসে করেছে
মনুষকে ঘরে বদ্ধ
ঘরে ঘরে আজ শুরু হয়েছে
অঘোষিত গৃহযুদ্ধ।
হাঁড়ি পাতিলের ঠনঠন
শুরু হয় মারামারি
একটু বাদে শুনতে পাই
স্বামীর আহাজারি।
খাবার খাওয়া সারার পরে
স্বামী বাসন ঘসে
বিউটি পার্লার বন্ধ
গিন্নি মেকাপ করেতে বসে।
করোনার আঘাতে বন্ধ রাস্তা
বন্ধ হয়েছে কাজ
সংসারেতে চলছে তাই
সকল বউয়ের রাজ।
রান্না ঘরে জীবন কাটে
তিন বেলা করে রান্না
একটু খানি একলা হলেই
ফুপিয়ে করে কান্না।
ঘুমাতে পারে না ঠিকঠাক
রাতদিন থাকে ভয়ে ভয়ে
জীবন থাকতে স্বামী গুলো
দিন কাটছে যমালয়ে।
একলা থাকা আমি
বসে দেখে শুধু হাসি
ব্যাচেলর জীবন আমি
বড়ই ভালোবাসি।
নেই বৌয়ের হুকুম বারন
নেই কারোর রাজ
উর্ধ্ব পানে পা তুলে ঘুমায়
নাই যে কোন কাজ।
করোনা এসে দিয়েছে ভয়
দিয়েছে বড় শিক্ষা
বিয়ে কোনদিন করবো না
করিও যদি ভিক্ষা।
থাকবো আমি মাঠে বনে
দিন কাটবে অনাহারী
বিয়ে এজীবনে করবো না
হবো ব্রহ্মচারী।