এই বাংলার আকাশ বাতাস
আমায় আকৃষ্ট করে
এই বাংলার মাটি ভূমি
আমায় আঁকড়ে ধরে।
রোজ সকালে পাখপাখালি
শোনায় কত গান
বাংলার এই বাতাস পরম স্নেহে
ভাংগায় অভিমান।
বাংলার মাঠঘাট সবুজ ঘেরা
যতদূর যায় দৃষ্টি
সবকিছু যেন মনের ভিতর করে
ভালোবাসা সৃষ্টি।
বাংলার এই খাঁটি মাটি
একটু লাগালে গাঁয়
এমন পরম তৃপ্তি আর কোন খানে
কোথাও যে নাই।
বাংলার এই খোলা মাঠের
ঐ না সবুজ ধারায়
উদাস হয়ে মনটা আমার
কোথায় যেন হারায়।
এই বাংলার মাটির মানুষ
আমার বন্ধু আমার ভাই
এদের মত খাঁটি মানুষ
আর কোন ভুবনে নাই।
ক্লান্ত দেহে একলা হয়ে
যেই না বসি ছায়ার
গাছগাছালি পাখপাখালি
টানে শুধু মায়ায়।
আমি যেখানে যায় না কেন
যতদূরে যায়
এমন পরম শান্তিতে তৃপ্তি
কেউ দেয় নাই।
নদীর এই কলকল ধারা
নদীর এই ঘাটে
হারিয়ে যেতে চাই এই
গ্রাম বাংলার হাটে
যতই বিদেশ যায় না কেন
যতই যায় না দূরে
বাংলা আমার মা
আমায় ডাকে সুরে সুরে।