আরেকটি বার এসো
মনের সকল বাঁধা পেরিয়ে
অভিমান লুকিয়ে হেসো।
হাত টা না হয় ধরো
একটু যত্ন করে
শেষের বেলায় দেখবো তোমায়
দুই নয়ন ভরে।
আসবার বেলায় চুল গুলোর
বাঁধন খুলে রেখো
টানা টানা ঐ দুটি নয়নে
কাজল দিয়ে এঁকো।
শেষের দিনে পুরান স্মৃতি ভুলে
একটু ভালোবেসো
মনের সকল বাঁধা পেরিয়ে
অভিমান ভুলে হেসো।
জীবনের এই শেষ প্রহরে
আমার বিদায় বেলায়
থেকো না ঘরে চুপটি করে
ফেলে অবহেলায়।
জীবন যুদ্ধে হঠাৎ করে
নেমে এলো বেলা
সময় হাতে নেই কো আর
গোছাতে হবে খেলা।
শেষের দিনে তোমার নাম
কান্না হয় ঝরে
ইচ্ছে জাগে তুমি এলে
দেখবো দুচোখ ভরে।
অভিনয় করে নাহয়
একটু ভালবেসো
জীবনের এই শেষের বেলায়
আরেকটি বার এসো।