নিয়তি কে চেন?
ওর সাথে আমার বেশ রেষারেষি
দুজনার মাঝে অনেক দ্বন্ধ
কে পারে কাকে হারাতে বেশি।
ওর শক্তি বেশি
আমায় কাঁদায় বারবার কাঁদায়
দুজনার এই অন্ত যুদ্ধে
আমায় বেশি হারায়।
আমি কি আর সহজে মানি হার
হয় জয় নয়তো ক্ষয়
আমি পারি না
বারবার যেন ওর হাতে মার খাই।
আবার সেই পরাজয়।
আমি যখন বাঁধি বুক নতুন কোন
আশায়
নিয়তি এসে দূর্ভাগার সাগরে
আমায় শুধু ভাসায়।
কাঁদায় বার বার কাঁদায়।
ওর সাথে জেতাই যে দায়।
একদিন ঠিক জিতবো
দূরে দাড়িয়ে নিয়তি কে দেখে
আমিও প্রাণ খুলে হাসবো।
যে দিন তিমির রাত্রে চিরতরে
এই দুচোখ বুজবো।
সেদিন নিয়তি আমায় কাঁদাতে
পারবে না
সে দিন আর কাঁদবার মত
চোখ থাকবে না
মনে আশা জাগাবার এই প্রসস্থ
বুকটাও থাকবে না
আামার রক্তে মাংসে গড়া
শরীর থাকবে না।
আমি মহাকাশের গ্রহ থেকে গ্রহে
ভেসে বেড়াবো
এই আকাশ বাতাসের মাঝে
মিশে থাকবো।
তখন আর পারবে না নিয়তি
আমায় কাঁদাতে
না পারবে ভাসাতে।
আমি হবো জয়ী
চির জয়ী।