আমার সাথে যাবে বন্ধু
আমার ছোট্ট গাঁয়ে যাবে?
সবুজ ঘেরা ভুবনের মাঝে
স্বর্গ খুঁজে পাবে।
তোমার ঐ মায়াবী শহর
জলন্ত নরক কুন্ড
সব নিষ্ঠুরের বসবাস
ওরা নিত্য সাজে ভন্ড।
আমার গ্রামে কৃষকের বাস
ওরা দেবতার মত
ওদের কাছে পাবে শুধুই ভালবাসা
যত চাইবে তত।
তোমার শহরের অট্টালিকায়
নেই যে তাতে শান্তি
আমার গায়ের খড়ের ঘরে
শুধুই পাবে শান্তি আর শান্তি।
তোমার শহরের আকাশে বাতাসে
কালো ধোঁয়ায় ভরা
আমার গায়ে শুধুই পাবে
মুক্ত বাতাসের ঝরা।
তোমার শহরে গলিতে গলিতে
শুধু মানুষের আর্তনাদ
আমায় গায়ে যে খুশির বন্যা
ভাঙবে মনের বাঁধ।
তোমার শহরে শুধুই আধুনিক গানের
অপসংস্কৃতি
আমার গায়ে পাবে যাত্রাপালা
আর ভাটিয়ালি গীতি।
তোমার শহরে পদে পদে
নিরাশা আর নিরাশা
আমায় গায়ের সব খানে পাবে
ভালবাসা, ভালবাসা।
শহুরে ঐ অপসংস্কৃতি
বুকের ভিতর পিষো
নতুন কিছু দেখতে চাইলে
আমার গাঁয়ে এসো।