একটা প্রতীক্ষার মঞ্চে তোমাকে প্রাণান্তের বৃত্তে
কতোটা যুগের অন্ত ফুটিয়েছি আপ্লুতে!
প্রস্তুতির পর স্বাগত প্রহরে,ওই মূছর্নায়--
আমি যেনো দর্শকের চোখের পোস্টার বেয়ে
উজ্জল চূড়ায় আঁকি মুকুটের চারুহাসি
তোমার সংলাপগুলোর স্বাপ্নিক চরিত্রে!
ভুলে যাই পরের দৃশ্যে, সুতো ছেঁড়া বাতাসে
ভেঙে যাবে আমার দ্বীপ ছুঁয়া ফুলেল বাঁশি।
গল্পের চুম্বকীয় দ্বার থেকে ফেরার মোহনাতে
দুর্যোগে চৌকাঠ ভাংচুর হবেই জলে হয়তো
তবুও জাহাজের দূরবীন রক্ষায় পাথারে
সহস্র ক্রোশের মনোচত্বরে মেনে নিই ঝড়!
যেনো বুক থেকে হাতে, প্রলেপে শব্দ করে
ফুটন্ত চিত্র প্রত্যাশায় ঢেড়
অস্তে ডুবছে স্কয়ার আঁধারে।

রচনাকাল-১৪-০৮-২০১৫।