জমিতে খেলছে আগুন কতোটা মূর্ছনায়---
রঙিন পাতার সঙ্গে চিতা,দেখে হাসছে প্রলয়!
ব্যাঙের লাফে উড়ছে ঘর,ভাঙছে প্রহর
বৃক্ষের গলায় রশি বেঁধে অজস্র ঘুড়ি
কবর খুঁড়ে ডাকছে, আয় টুকটুকে সমুদ্দুর!
তোর অতল জলে,স্থলের অকাল ফলের
বন্ধু পাতিয়ে দিই,ছোঁ ছোঁ ছোঁ অন্তিম
অন্তর!
চোখে নীল,বুকে গভীরতা,হাতে তুলি
বাহ একেবারে অবিকল অন্তমিল।
রচনাকাল-২২-০৮-২০১৫।