কুয়াশায় ডুবেছে চোখ, আলোতে সন্ধ্যা
অদৃশ্যমান উত্তাপে যুগের গন্ধ---
মেঘের গ্লাসে ঢেলেছে অছন্দের চক্রান্ত!
আজ শ্রাবনীদের উৎসব মুখর মন্ত্রে
সহজাত জল শ্মাশানের রঙিন চিতায়
নেমেছে জানলা বন্ধের প্রতিযোগিতায়।
পাতালীর কম্পনে চুম্বনে--হা-হুতাস করে
মানবিক ঘুড়ি অভিযানের শত দুয়োরে
অবলীলায় অবশেষে হয় বেমানান।
ট্রাক্টরে মাড়িয়ে যাওয়া ষোঁড়শীত অর্জন
স্বাপ্নিক নগরীতে বন্যার্তে পরিণত!
আমি তুমি সভ্যতা এখন স্থানহীন!
পাখির মতো অস্থায়ী আকাশে মাটিতে!
শুধু কি ইতিহাস হওয়ার অপেক্ষাতে?
এমন প্রান্তে উপোসে বেঁচে থাকা।


রচনাকাল-০৯-০৮-২০১৫।