অশ্রুতে মেঘের গন্ধটা বেশ অস্থির
কিছুতেই থামছেনা নৈঃশব্দের ঝড়!
ভাবছি চোখদুটো আমি একেবারে
বন্ধ করেই দেবো আলোআধাঁরে।
চারদিকে কেবল বেদনা ছেয়ে গেছে
সুখ বলতে আর কিছু কি আছে?
প্রজাপতিটা তিন বিকেলে ভুলে
আমার উঠোন জুড়ে উড়েছিলো
সেদিনের পর কতোদিন গেলো
আর এলো না কেবল মহাশূন্যে
নিরানন্দে প্রসারিত যাবতীয় ক্ষণ।
অপ্রেমের সম্মুখে স্মৃতির পাতা
করুণ আঘাতে ঝরে পড়ে দ্রুত!
তবু ভালোবাসতে বাসতে...
যদি একটু আশ্রয় চাই দেবে?

রচনাকাল-২২.০৫.২০১৫।