বর্ষায় এসেছো প্রিয় রোদ্রের অণু প্রহরে
মাছরাঙা হাসি মুখে কতোদিন পর
কদমের ঘ্রাণে ঘিরেছো পান্ডুলিপির
দুচোখ!
ছন্দের ধারাপাতে বিরোহীর দুয়োরে
এক জোড়া প্রজাপতি চিরকুটের মতন
অনিন্দ্য বাতাসে ছোঁয় দ্বিখন্ড অন্তর।
দূরের আলপনা ছড়িয়ে দু-বিন্দু প্রকাশ
মুহূর্তে জোয়ারে ভাঙে অপ্রেমের ঘোর
সেই কেমিওথেরাপির এক দুপুরে
বেদনাযুক্ত স্মৃতিপট মনে পড়ে তোমার?
সমুদ্রের অগোচরে অন্তরীক্ষের স্বপ্নীল
তরী
ডুবেছিলো পুঞ্জহীন দ্বীপাঞ্চলে,
দিশাহীন ঝড়ে।
আজ জীর্ণতা ফুরিয়ে ফুলেল প্রত্যয়ে
মনোপ্রাচ্য মুখরিত হয় পুনরায়!
যদিও তুমি প্রশ্নহীন, তবে সুপ্ত উত্তরে
একশোটি আবদার-
মেঘ ভাঙা জলে লুকিয়েছো বার বার।
চাঁদের প্রদীপে রুপালী আঁধারে
কেবল নিশ্চুপে নিবেদিত ভালোবাসা
পলকে জাগায় অকৃত্রিম আশা।
রচনাকাল-১৭-০৬-২০১৫।