দিনগুলো যেন কেমন
বদলে যাচ্ছে
ক্রমশ
কাটছে বেলার পর
বেলা
বয়স
বাড়ছে,চিন্তা বাড়ছে
শুধু কি মৃত্যুর জন্যই
সামনে পথ চলা?
রাত্রিটাও আর
আগের মতো নেই
সেও
পাল্টে গিয়েছে আরো আগেই
ষোড়শীর
মুঠো হাতে সঁপেছিলাম
বাল্যকাল
কথাছিলো যৌবনে কূল
নদীর জলে
শ্বাশত বন্দনায়
জীবন পূর্ণ করবে।
এখন কাব্যিক আকাশ
অন্য কথা বলে!
রাত জাগা পাখির
বেশে ভারী পাথরে
নিজের নাম অক্ষত
রাখতে হবে।
কৃষ্ণকালো দুটি দু'টো অব্যক্ত
ঠোঁটে
ঘুম ভাঙ্গা রাত্রির
মন ভাঙ্গা কথাগুলো
বৃষ্টির মতন
ঝরে না অঝস্র
কবিতা
শুধু লিখে আর লিখে..
সাদা কাগজের বুকে।