তোমার জগতে গৃহ
শূণ্য আমি
পথ হারা পথিকের
হাহাকার রিক্ত
বুকে
উতাল সমীরের
গাঁয়ে দুঃখ আঁকি
ইশান
কোণে চেয়ে দেখো
বৃষ্টিও স্বার্থপর!
কান্না কেড়েছে আমার
কান্না
পাথোরে মেঘের দল
বৃষ্টি হয় না
কেবল শীলা পাথর
হয়ে ধসে পড়ে
আমার দেহে ও
মাথার উপরে।
দিশেহারা ছাতক
পাখির দল
এখানে ওখানে আশ্রয়
নিতে গিয়ে পাখা ছিঁড়ে হয়
বিবর্ণ বলি
তাঁরাও আমার
মতো করুণ পথিক।
নেই অবসাদ
শান্তির শীতল
পাঠিতে
কবে যে শেষ বার
শুয়ে ছিলাম তাতে
তোমার বাড়ীর
দারোয়ানের ঘরে
একটি বার
চুপি দিয়ে দেখে এসো
কতোটা আরামে ঘুমাচ্ছে সে।
চোখের ঘুম
চোখে নিয়ে ঘুরে ফিরছি
এ নদী সে ঘাট,
ও নগর ঐ নগর,
এপার ওপার তুলপার,
কোথাও জায়গা হয়
না আমার।
কপাল পুড়ার
আর্তনাদে
সোঁদা মাটিও
এতোটুকু বাট
ছেড়ে কথা বলে না
সব স্বার্থপর সময়
ফুরালে
সবাই চাবুক
চালাতে দ্ধিধা করেনা।