আমি কখনো বলবো না তোমায়
আমার
হাতটা ধরে রাজ
পথে এসো
কিংবা পাশে বসে সারাক্ষণ
থাকো
শুধু রৌদ্র
আলোতে বেলার
অন্তরায়
একটি পত্র
লিখে রেখো।
সে বেলার
মহানন্দার আঁচল
ছুঁয়ে
পাখির
মতো উড়ে উড়ে মহাশূণ্যে
কেবল আমার
কবিতায় এসো!
আগুন লাগা শেষ
বিকেলে রং তুলিতে
অবিকল
২১টি বসন্ত ছবির
মতো এঁকো!
আমার নষ্ট রাখীর
অষ্ট কথা
পদ্ম করে রেখো,
চাইলে সুর
করে গান বানিয়ে
কন্ঠ মাঝে রেখো।
ভালোবাসি ভালোবাসি যতো বার
ইচ্ছে হয় আমার
নামটি ধরে ডেকো।

রচনাকাল-১৩.০৮.২
০১৪।সন্ধ্যা-৬.৩
০মিনিট।