রূপালী কুয়াশা স্বভাবে চতুরালি
বাধাপ্রাপ্ত দৃষ্টির সোজাপথ,
সাদা আঁধারে হেঁটে যদি যাও পাবে
ধাঁধার উত্তর,ভীষণ উত্তেজক।

শুধু হেঁয়ালীর হাতছানি পথে মাঠে
এগোতে এগোতে চলে কানামাছি খেলা,
দশদিগন্ত আড়াল করেছে যত্নে
শিশুউচ্ছ্বাসে হাসছে সকালবেলা।

বলে কুয়াশা,হেরে যাবে ধরে বাজি
খুঁজে বের কর নদী আঁকড়ানো সেতু,
ব্যতিব্যস্ত করে যাব পদে পদে
জানা নেই কি কবলে আমার ঋতু?

খেলবো বলেই নেমেছি এই মাঠে
সিঁধকাটবো কুয়াশার ঘরে দেখো,
সহায়ক মাটি কানে কানে বলে দেয়
একটু গেলেই আছে ভালোবাসা সাঁকো।

জপতে জপতে প্রেমের নদীর নাম
এগিয়ে যাচ্ছি মাঘোৎসবের শীতে,
জাগলে তপন কুয়াশার খেলা শেষ
তছনছ যত আড়াল আচম্বিতে।

হল ঠিক তাই,ব্যহত দৃষ্টি স্পষ্ট
ছড়িয়ে পড়ছে তুখোর আলোর কণা,
অগোচরে গেল কুয়াশার অহমিকা
জ্বলে ওঠে শত শিশিরের আলপনা!!