চাঁদের পাশে ঐ যে টুকরো সাদা মেঘ ভাসে জ্যোৎস্না ধোয়া, মনের কথা লিখব আজ সেথায় মগ্ন হয়ে।
সোহাগে সমারোহে চিরন্তন প্রেমে আবদ্ধ করব নির্মল প্রাণে এক একটি জ্যোতিষ্ক সত্তাকে।
আজ যে মিলনের পূর্ণিমা , স্নেহের পূর্ণিমা , প্রেমের পূর্ণিমা !
প্রীতি বন্ধনে আবদ্ধ হবে প্রত্যহের পৃথিবী হতে আকাশ তেপান্তর।
অন্ধমনে জ্বালবো আলো, সাজাবো সাবেকি রীতিতে।
প্রাণের আকুল ঊর্মি অবোধ মনে ছড়া কাটে তাই।
ভরসার ভেলা ভেসে যাবে আলোর ধারায়।
আনন্দ আলিঙ্গনের ঘনঘটায় ভাঙা নয়, শুধু গড়বে মানুষ গর্বিত প্রেমের মজবুত সাঁকো এ প্রাণে ও প্রাণে।
একান্ত তৃষিত মন অমল প্রীতির স্রোত ঠেলে পৌঁছয় তার প্রতীক্ষার তীরে।
দুর্বার ভালোবাসার উৎসব করব তুমি আমি অক্ষুন্ন গরিমায়।
জড়তার জীর্ণতাকে ভেঙে পূজনীয় পবিত্র মমতায় আর্দ্র হবে শাশ্বত ধরণী ।
পৃথিবীর সব নদী বহমান আজ সফল উৎসাহে। এ যে তার চিরকালীন আকাঙ্খা ।
ওপরের আকাশও তাই ঠিকরে পড়া আলোয় একাকার।
জীবন উত্তাপে জয়ী লগ্ন উল্লাস করে চাঁদনীরাতে।
এই আমাদের গর্ব, আমাদের সত্য প্রেম - ইতিহাস জানে।