সব ছেড়ে যদি পাই যেতে
নিশ্চিত সুখী মন,
শ্যামল সাথী,সবুজ ধরা
অভ্যাস আজীবন।
কাঁঠাল ছায়ে দোয়েল সুরে
দিনযাপনের আশ,
সন্ধ্যে ঢলা গৃহের উঠোনে
গৃহলক্ষীর বাস।
ঐ যে দেখি ধানের দোলা
বাতাসের ফিসফিস্,
খোলা কপাট,শিউলিতলা
শরতের মজলিস্।
স্ফটিকের মতো সহাস্য রোদ
চন্দ্র তারার হাট,
আলো-আঁধারির মহার্ঘ্য স্বাদে
হৃদয়ের উত্তাপ।
মেঘলা দিনের আহ্লাদ বারি
ছন্দে মাতোয়ারা,
টুপটুপ ধ্বনি টিনের চালে
বিন্দু বিন্দু ধারা।
বিনিদ্র প্রহর স্বপ্নে ভরায়
শান্তি ছড়ানো রাত,
উঁকি মারে তারা খিড়কি কোণে
নীরব পথঘাট।
দাওয়ায় বসে জ্যোৎস্না বাহার
সর্বকালের প্রীতি,
পূবের বুকে সতেজ অরুণ
ললিত রাগের গীতি।
আলাপচারি বন্ধু সকল
কথার পিঠে কথা,
সাত সকালের অনর্গলে
প্রবাসী বিষণ্ণতা।
দাও না বিধি জাদুকরি বলে
অভীষ্ট সংসার,
আদ্যপান্ত আসমানি রঙা
জীবন উপহার!