পাতাঝরা হাওয়া মর্মর তোলে
অভিসারী এক মনে,
এঁকেছে আকাশে ছিমছাম ছবি
অনুরাগী ফাল্গুনে।
গুনগুন প্রিয় গানের কলি
সোহাগিনি কচিপাতা,
গৃহস্থ ঘরে শুধু সুসময়
আলোর শুভ্রতা।
প্রেমের মুক্তি বসন্ত বনে
উপহারে সাজে বন,
পৃথিবী দিয়েছে পাতায় পাতায়
ভালোবাসা প্রাণপন।
খোলা জানালা,ফাগুন প্লাবন
মশগুল কুহুস্বরে,
ধরণী ভাসে চিরন্তনী
আবেগের সম্ভারে।
নির্মিত হয় মাটির পরে
নিখুঁত মুহুর্ত,
শুচিস্নাত আনন্দ ঢেউয়ে
দুরন্ত ছন্দ।
বিশ্বাস আশা সিক্ত করে
শুভ সমস্ত ক্ষণ,
সুলভ স্ফূর্তি উঠছে ফুটে
নিবিড় বন্ধন।
বিগলিত ধরা অবাক দৃষ্টি
উদ্বেল অনুভবে,
স্বপ্নলোকের পেয়েছে দেখা
পলাশের উৎসবে।