তলিয়ে গেল আবেগরাশি আন্তর্জাল      তোড়ে
সবটা দুপুর সবটা রাত্রি অনিন্দ্য আলো ভোরে।
নত মাথা রঙীন স্ক্রিনে মগ্ন চ্যাটে খুব
সম্মোহনে একলা মানব ঘুমোয় কথার স্তুপ।
চলতে ফিরতে জীবনটাকে অলখ শিকল বাঁধে
শিরায় শিরায় অসুখ ছড়ায় পরমায়ু কাঁদে।
সেদিন ছিলো ভালোবাসা স্নেহ চমৎকার
গল্পেসল্পে মুখর আবাস অন্যথা নেই তার।
সহজ সরল ভাব বিনিময় একটি ছুটির দিন
আপ্তসুখে বিশ্বজীবন রোদের স্পর্শহীন।
কৃতজ্ঞতা রাগ দুঃখ কিংবা শ্রদ্ধা জ্ঞাপন
নানা রঙের স্টিকার ভরা ইমোজিতেই এখন।
নেটওয়ার্কের বজ্র আঁটে স্মৃতিভ্রষ্ট ঘুরি
নেশার যন্ত্র গোপনে করে স্নায়ুর আরাম চুরি।
রূপকথারা দুঃখে কাঁদে,নিখোঁজ ছেলেবেলা
আতুর শিশুর চাঁদমামা নেই,মোবাইল গেমের মেলা।
বিপুল প্রেম অনলাইনে পরম্পরার ছুটি
হোয়াটস অ্যাপের সবুজ দেয়ালে হারাবো আমরা দুটি।
ভালো কি মন্দ নেই তা জানা মুঠোর মধ্যে সব
গমনাগমন দিয়েছে রুখে বিজ্ঞান কলরব।
আরও কতদূর হবে প্রসারিত প্রযুক্তি শেষমেশ
অন্তর্হিত খোলা বই পড়া,নেটওয়ার্ক অভ্যেস।