সব ভাঙার কি হয় কোন শব্দ?
সব দুঃখে কি দেওয়া যায় বাঁধ?
সব শূন্যতা কি ভরে দিতে পারে
তারাঝরা রাত্রি,ফুলের প্রপাত?
সাধ্যের অতীত হয়ও তো কিছু
কাশফুলে বাসা বাঁধে ক্ষোভ,
একটু আর্দ্র ছায়া রোদের কিনারে
হতে পারে উচ্চাশা,জীবনের লোভ।
শুকনো পাতার রাশি পায়ে পায়ে ভাঙে
বৃষ্টি পারে না দিতে এতটুকু প্রাণ,
মিটে যায় যত প্রেম ডালপালা সাথে
প্রকৃত একাকী ঘাসে,মৃত অভিমান!
আস্থা শিক্ষা দেয় সময়ের ফাঁকে
অনুভবে বয়ে যায় মেঘ-মেঘে বেলা,
ছিলো ভালো এক প্রেম সরোবরে ভেসে
আজ আছে করুণার লুকোচুরি খেলা!!