কড়িকাঠের ফোকর দিয়ে ঐ দেখা যায় চাঁদের আলো,
মন ভোলানো টোপ ফেলেছে দিঘীর জলে জ্যোৎস্না ভালো।
ছুটির আকাশ আলোর নাচে পড়েছে আজ মুকুট সাদা,
কোন দেরাজে রাখবো তাকে প্রেমের ডোরে পড়লে বাঁধা?
সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে সে আজ আমার দোরে,
ঘুম তাড়িয়ে আলোর-গোলক সুধায় ডাকে
শুধুই মোরে!!
মনে তোমার স্বস্তি দেব আপনহারা যত মায়া,
হৃদয় তলে জমবে আলাপ সাজো সাজো গাছের ছায়া।
আশাগুলি পাবে ভাষা নেবে নাকি রঙিন করে?
মিলন-মেলা পূর্ণ করে তবেই না হয় ফিরবো ঘরে।
দুরু দুরু অমনি কাঁপে শূন্য হিয়া শুষ্ক আঁখি
ভেবেছি আজ পরেই নেব সুখ টলমল আলোর রাখি!!