রাত্রি নদীতে পাল তোলে ঐ
পৃথিবীর চাঁদ,
রূপোলী আলোর মায়াজালে পাতে
প্রেমের ফাঁদ।
আলোর বন্যা ঢেউ ভাঙছে
আঁধার পরে,
অন্ধকারের সীমা ছাড়িয়ে
শান্তি ঝরে।
ঘোর লেগেছে মেঘের চোখে
নিদ্রা নামে,
জীবন ডোবানো চাঁদের আলো
আবছা ঘুমে।
তারাদের আজ মজলিস্ নেই
আগুন চাঁদ,
জৌলুস তার ছড়িয়ে দিচ্ছে
চন্দ্রিল রাত।
নদীর জলে পূর্ণ শশী
দুলছে ছবি,
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে
লিখছে কবি।
সুপারির শিরে লুকোচুরি তার
শিশুর হাসি,
লুটিয়ে পড়ছে মুক্তোঝরা
জ্যোৎস্না রাশি।
সামলে রেখো জ্যোৎস্না তোমার
বলছে ধরা,
মেঘেরা দেবে উড়োচিঠি
উতল করা।
চন্দ্রস্রোতে ভাসে না এমন
চিত্ত কই!
গরবিনী চাঁদ বিশ্ব দোলায়
মত্ত হই।
বিভাবরী আজ স্বপন গাঙে
ভাসায় তরী,
রূপকথা রাত আগল ভাঙা
মায়াপরী।