ফুল একটি ছোট্ট কথা
কিন্তু বাহারি কত!
শিশুরা ছাড়া কি আছে এমন
যা হয় ফুলের মতো।
বিশুদ্ধ রূপ চেয়ে চেয়ে দেখা
ঝরে পড়া ফুলে মালা,
কুঁড়ি পাতা মিলে লুকোচুরিতে
বন্ধুত্বের খেলা।
কত গন্ধ কত না বাহার
রূপে যে আহামরি!
উদাসীন সে, খোঁজ রাখেনা
মায়াবী লাজুক পরী।
আপন মনে দোলায় মাথা
হাওয়ার পরশে,
বৃষ্টি ফোঁটায় রূপ ঢলে পড়ে
লাজুক হরষে।
প্রকৃতির তুলি রঙিন করেছে
সাবধানে আঁকা ছবি,
মন মাতানো সুবাসী বাতাস
উদিছে প্রভাত রবি।
আছে গো আর এক অনামী ফুল
ঝোপঝাড়েতে বাসা,
বনফুল বলি, নাম নেই কোনো
ধরণীর ভালোবাসা।
দুঃখ আছে সামান্য মনে
অভিমানে সে ভার!
অবহেলিত, বলে না কথা
করুণ দৃষ্টি তার।
উজ্জ্বলতায় পলক পড়ে না
সন্ধ্যা তারার মুখ,
দুচোখ ভরে দেখেছি আমি
বনফুলের রূপ!
শিশু আর ফুলে অন্তর নাই
বোঝে দুজনেই আদর,
জড়িয়ে রাখে মায়াময় টানে
এমনি স্পর্শকাতর!
হাজারো ফুলের ডালি সাজিয়ে
পৃথিবীর সংসার,
শিশুতারা হয়ে আলোকিত করে
সকল অন্ধকার!