ধরাতলে সাড়া,গহিন আবেগ
প্রেমময় চৈতন্য,
মহামানবের জন্মস্পর্শে
বৈশাখ তুমি ধন্য।
নতুন অধ্যায় পৃথিবীর বুকে
মুখরিত ক্ষণ,যুগ
দিগ্বিজয়ী লেখনীর মোহে
আবিশ্ব উৎসুক।
কাব্য বিধাতা,শাশ্বত সাথী
প্রীতিতে পরিশুদ্ধ,
সমূহ পৃথ্বী প্রাণ তারুণ্যে
অবাধ উদ্বুদ্ধ।
হার মানে যত বিষাদ আঁধার
নিরাময় শত গ্লানি,
ছন্দ সুর বিলোয় আশা
অন্তর অভিমানী।
প্রকৃতির মত প্রাণের সবুজ
দিশারী দুঃখ বাঁকে,
সযতনে হিয়া আলোর তুলিতে
তোমারই ছবি আঁকে।
অনিন্দ্য ভানু,ধ্রুব বন্ধু
অত্যাজ্য জীবন তরীতে,
অফুরান ঋণ,অভীপ্সু মন
দিও গো চরণ ধরিতে!