ক্লান্তি জুড়োয়, চোখের তারা হাসে
ভানুসিংহের কাব্য তরীতে পৃথিবী আমার ভাসে।
'সোনার তরী' জোয়ারের রূপ
'চৈতালী 'চাঁদে জ্যোৎস্নার ধূপ,
'কল্পনা' পাখি নিভৃত নীড়ে
'পুনশ্চ' রাত আসে।
'কাহিনী' বলে 'পূরবী' বাতাস সুরে
'গীতাঞ্জলি' গুচ্ছ ফাগুন ভোরে।
ছন্দে গাঁথা 'ছড়া' হুলুস্হূল
'পলাতকা' মন সুন্দর নদীকূল,
'নৈবেদ্য' দেয় আগুন পলাশ
প্রেয়সী ভূবন তীরে ।
'নবজাতক' শিশির' কনিকা' হাস্যমুখে
হাওয়ায় টলে অলীক আনন্দ 'কল্পনা' সুখে।
' বলাকা' ফেরে ক্লান্ত ডানা সাঁঝে
নিভলো আলো, চন্দ্র তারকা সাজে,
'সেঁজুতি' চায় উর্ধ্ব আকাশে
'শিশু 'ভালবাসা বুকে।
' বনবানী' জাগে মহুয়া এসেছে শাখে
'ছবি ও গান' ছড়ানো রৌদ্র ডাকে।
উদাসী' সানাই' নিজেকে হারাই
বন 'বিথীকা' ঘুরে ফিরি তাই,
'খাপছাড়া 'ভাব অধীর প্রানে
'উৎসর্গ' কবি সুখে।
তল পাওয়া দায় সাগর সুগভীর
ডুব দেওয়া জলে মনি মানিক্য ভিড়।
বৈভব স্নান অনন্ত ঢেউ
দিশেহারা পথে বান্ধব কেউ,
সুখভরা বুকে আপন মিত্র
চির রবি ধরনীর!