নিবিয়ে দিল তারার আলো
সানন্দ নীল মায়া,
শরৎ তোমার উদার আকাশে
কৃষ্ণ মেঘের ছায়া।

স্থবির আমোদ প্রবাহ আঁধারে
দুঃস্বপনের স্তর,
আদিত্যহারা বিপন্ন দিনে
উদাসী ভিজে ঘর।

ঠাঁই হবে না বিষণ্ণতার
ক্ষীণায়ু অন্ধ দিন,
আনন্দকর নীলাকাশ দেবে
মুহূর্ত মসৃণ।