আলোর বেনুর সুরে-
জাগলো জয়া কণক রাঙা ভোরে!
চন্ডীপাঠে শক্তি জাগে
জয়ধ্বনি স্বর্গলোকে,
খেতের হাওয়া আপন গৃহে
বরণ করে তারে।
প্রস্তুত হই সবে-
আনন্দ গানে,পুস্প ঘ্রানে বন্দনা তার হবে।
ভূবন জোড়া মঙ্গল আলো
লক্ষ শত প্রদীপ জ্বালো,
আঁধার মিলাবে বিশ্বমাঝে
মিলনের উৎসবে।
বাঁধি মঙ্গল ডোর-
দুঃখ সুখে সংসারতলে মোর!
তর্পণএই গন্ডুষ ভরি
আদিত্য পানে অর্পন করি,
শুদ্ধিস্নানে নির্মল হোক
মহালয়ার ভোর।