রোদ মোছা এক অবুঝ সকাল
  অভিমানে ভরে বুক,
কোথায় আমার গাল রাঙানো
  উজ্জ্বলা রোদ্দুর ?

চাই না এমন নিরিবিলি বেলা
  খেজুরের মুখ ভার,
সোনারঙা প্রাণ রোদের ঝাঁপিতে
  অমায়িক অধিকার।

আকাশের হাসি কে করে চুরি
  নিঝুম কেন মন,
ছলনা করে পৌষের ভানু
  ক্ষীণ তাপ অকারণ।

মেঘ উঠে আসে উদাস চোখে
  বেমানান লাগে হায়!
দিন ভরে যায় বিস্বাদ সুরে
  বেদনা জানালায়।

রোদহারা বুকে সব আশা মরে
  খুঁজি অনুখন আলো,
শিশু উল্লাসে সুকোমল ঘাসে
  তপন চমকালো!

আলোর বিলাসে আ-মরি খুশি
  খিলখিল হাসি ঐ,
সহেলি রৌদ্রে ধরাতল লীন
  শীতের হৈ চৈ!