দারুণ গ্রীষ্ম ছুঁয়েছে বিশ্ব
ঠান্ডা উঠোন তপ্ত,
দাউ দাউ জ্বলে দুপুরের বুক
রাত্রি হারায় স্বস্তির সুখ
সুবিশাল রোদ ডাইনে বাঁয়ে,
ক্রোধিত অর্ক ব্যাপ্ত।
মাননীয় তরু জীবকূল শোকে
সমবেদনায় কাঁপে,
বলে হে মানব!একটু মায়া
যদি দাও তুমি,অবিরত ছায়া
বিলিয়ে যাব বসুমতী ভুঁঞে
তোমার মনের মাপে।
আকুতি জানায় ঘন শ্যামল
কৃষ্ণ গভীর শোক,
নিতে চায় গ্রাসে ভয়াবহ লোভ
কবিতার মনে ভাষাতীত ক্ষোভ
পুণ্য মানব শোন মিনতি
আস্থার জয় হোক।