1. তারার আলো হোক না সুদূর
যদি পারি আদর দিতে,
ভরসা পাবে মধ্যরাতি
ভালোবাসা সুখ নিভৃতে।
2. কিছু রৌদ্রে উদাসীনতা
কিছু রৌদ্রে গান,
কিছু রৌদ্রে শুকনো দীঘির
আহত অভিমান!
3. কবির গানে নিত্য সুখী ঊষা
ছন্দে সুরে বেলা বয়ে যায় কত,
আনন্দ মেঘ একযোগে দেয় পাড়ি
ময়নাপাড়ার আকাশমাঝে যত!
4. কবি বলেন,
ভালোবাসা মানে হৃদয়ের ফিসফিস্
শান্ত শীতল শব্দমালার কবিতা অহর্নিশ!
5. গ্রহ তারকার গ্রহনের লীলা
শেষ হয়ে যায় জানি,
মন থেকে মনে গ্রহনের ভারে
জীবনের হয়রানি।
6. ভালোবাসা মাঝে আলপথ নেই
আলোর রাজ্যে ঘর,
রৌদ্র মিছিলে ভেসে যাওয়া এক
ঈপ্সিত প্রান্তর।