পুষ্প ফোঁটেছে ওই বিহঙ্গ মেতেছে শঙ্খ-রাগে ;
নব-গান, নব-নব কুহুতান, নব-প্রাণ ওই জাগে।  

পুষ্প ফোঁটেছে ওই গহীন অশ্বথ-বাগে
গম্ভীরা হয়েছে নিবিড় ;
গন্ধলতা গেয়েছে গান সবার আগে।  

পুষ্প ফোঁটেনি আজও যেখানে
তোমার-আমার ছন্দ-বাঁজে;
পায়নি এখনো জীবন ;
একা চলেছে, চলেছে বন-মাঝে।  


পুষ্প- আসেনি এখনো
তোমার-আমার মাঝে।  

পুষ্প- মাখেনি রঙ ;
স্পর্শ-আমার না যে!