তোমায় ছুঁতে পাইনি বলেই,
ছুঁতে পেরেছি সে আকাশ।
তোমায় হাতে পাইনি বলেই,
মেঘ,হয়েছে বোশেখ মাস।
পড়েছে আমার ফসিল-দেহে
জল, দিয়েছে ভরাট মাটি।
তার উপরই দাঁড়িয়ে আমি
একলাটি পথ হাটি।
ভীষণ এবং ভীষণ বহুদূরে
তোমার বাঁশির সুর।
কেমন করে ডাকলে আমায়?
যেনো রই চিরকাল দূর?