ঘন নীল রঙের নায়ে উজান দেখি নি
অন্ধকার গাঁয়ে মেখে স্থির, চূর্ণ হয়েছি
নিস্তব্ধের অন্তরালে।
তবু আমার অন্ধকারের আঁচলে ফোটে নি
ভাঙনের ফুল।
যা কিছু ভাঙলো, যা কিছু করলো বঞ্চিত।
তার নাম -জীবনঃ
তার নাম- সুন্দরঃ
আর একটি ভোরের শিউলি ফুলের ঘ্রাণ!
চিরনবীন-সহজবন্ত।