অনেকদুর যেতে চাও?
অনেককিছু করতে চাও?
চারপাশে কতকি হয়ে গেলো!
শুধু তুমিই ঘুমিয়ে!
একটা সভায় পাঠ করে দেখলাম এসব,
সবাই একমত।
কিন্তু চারপাশে এতকিছু কিভাবে হয়ে যায়?
কে করছে এসব?
দেখতে পাচ্ছো না?
আমার চোখে তুমিই ওপাশ
যেমন তোমার চোখে আমিও!
প্রতিবিম্বের সাথে সখ্যতা করা উচিত নয়।
উচিত নয় জল ভালো লাগলেও জলকে ভরসা করা।
প্রথমজন, তোমায় ছুঁতে না দিয়েই ঘুরিয়ে মারবে।
দ্বিতীজন? ছুঁতে যেয়ো, একটু ঝুঁকে। টেনে নিবে!
সাঁতার যে জানে, তার অতো রিচুয়াল লাগে না।
সে জানে, ওরা সব এমনিতে নীরব
শুধু তোমার সেতারে-তার যদি মেলে তার
তবে কি আর?
নিয়মের শৃঙ্খলে স্বাধীন হওয়া যায়?
একটা অনাবশ্যক অপ্রতিমেয় অসম্ভবাবী
শব্দ নিয়ে এত টানাটানি কেন তবে তোমাদের?
স্বাধীনতা কেন চিরন্তন এক স্বপ্ন?
বরং বন্দিত্বের স্বপ্নে বোধ হয়ে যাও
বোধ হলে দেখবে এটাই স্বাধীনতা!