বৃত্ত!
কি হে?
কি খেলো ?
পাও এত বৃত্ত?
এতো ভীড় কেনো?
পালাতে চেয়েছি যখন
যেন সবকিছু ঠেকছে রাত।
চারপাশ-কালো তবুও দেখছি
বৃত্ত ঘিরে যেন তোমায় করছি চাষ।
পৃথিবীর এই বৃত্তে ছেয়ে রয় অগুণ বৃত্ত
প্রতিটি মানুষের বৃত্ত, মানুষের বানানো বৃত্তে
ছোট থেকে বড় বা বড় থেকে ছোট- সব গোলে
আমার কোনো বৃত্ত আদৌ আছে? গোল পেকে যায়!
নিজের সামনে দাঁড়াতে ভীষণ ভয়,নগ্ন হওয়া যায় ওমন?
খেয়েদেয়ে পেটপুড়ে ভালো রই,ভালোর ঘুমে দেখি না কষ্ট কই?
শুধু ব্যক্তি-স্বার্থ বাদ দিলে যা রই,নিজের কাছেই নিজের বোঝা হই।