বলতে গেলে অনেক কিছুই বলার আছে;
সন্ধ্যা যেমন দিনের কথা রাখে রাতের কাছে।

আমরা কেমন প্রতিদিনই সকাল হতে চেয়ে ;
রাতের কাছে যখন-তখন দিচ্ছি কথার বিয়ে!

আঁধার-চাদর দিচ্ছে যখন সকল কথা ঢেকে;
ভাবছি ওরা নিলো ছুটি দিনের আলোর থেকে।

যায় না কোনো কথা ওগো, হয় না জীবন-ছাড়া ;
মিষ্টি যদিও পাল্টায় স্বাদ ; হয় না শ্বেতসার-হারা।