যেতে চেয়েছিলে যখন
যেতে পারতে আকাশ-নিবিড়
স্থির হয়ে থাকা সবুজ
আর সরলতার গানে।
যদি যাও তবে এমন কোথাও যেয়োঃ
একবিন্দু জল যেখানে তৃপ্তির কথা বলে।
একবিন্দু নীল যেখানে স্থির করে দিতে পারে।
উদাস-পানে চেয়ে যখন দেখবে,
নেই তেমন কিছুই খালিচোখে যা দেখা যায়।
অথবা খালি-পরিচয় দিয়ে
পাওয়া যায় না যাকে।
তখন কেবলই উদাস-পথে চেয়ে
জীবনের সকল গোপনসূত্র মেখো ;
দেখবে ভোরের শিশির হয়ে যাবে দু-চোখ।
আর তোমার লালিত বেদনা-সকল
পাখি হয়ে যাবে উড়ে।