অকপট বলে ফেলা ভালো
যদি যেতে হয় ;
চলে যাওয়া'ই শ্রেয়।
যেখানে যেতে চাইবে ;
সদ্য-জন্মরত মানব-শিশু
অথবা মালবিকা গাছের
সদ্য ফোঁটা কোনো ফুল।
জীবনের স্পর্শ পেয়ে গেলে
আর কোথায় যাওয়া যায় বলো?
যেখানেই যাই না কেনো ;
যতটুকু অন্যত্র হই৷
যতটুকু হারাই না কেনো ;
যতটুকু'ই ঘাতক হয়ে রই!
তোমায় পেয়ে গেলে জীবন ;
কি'বা হারানোর থাকে?
তখন যাকে চাই সেই-তুমিই জীবন ;
তুমি আর জীবন
হয়ে যায় একাকার।
একই জল ; একই স্পর্শ-বায়ু।
সংগীত-সমাজে যাই চলো ;
ওমন জীবনের স্পর্শ পেয়ে গেলে ;
তুমি-আমি দুই নই আর ;
একই জীবনের বাহক।
একই জীবনের অনুবাদ ;
হয়তো প্রতিশব্দ অন্য-চোখে।
তথাপি সমার্থক
জীবন-সম।