কতো কথা আনন্দ দোলেছিলো জ্যোৎস্না-বনে,
প্রাণে সে কি বন আছে, আছে কোন সনাতন রঙ
সে রঙ যখন পড়লো পথে-সবুজে,
বাহিরের সকল আগন্তুক-সুন্দরে,

তখন সকল অচেনা বন্ধু হলো।
সকল মুখহীন মানবেরা হাসি পেলো
অমায়িক পেয়ে গেলো শ্রীহান।

মুহুর্মুহু সকল পরিষ্কার চোখ
নুপুর হয়ে বলে।
কেমন একটা সৌরভ দিব্য-চন্দন
নতুন করে ফেলে,
সকল শীর্ণ-ছবি, নতুন করে ফেলে।


কোথায় যেন শুনেছি তোমার গান।
কোথায় দেখেছি নিশ্চয়ই তোমায়।

যেদিন আমরা স্বাধীন,
সেদিন তুমি বন্ধু হতে পারো।

হয়তো অচীন, তবুও ভয় নেই
কোথাও কারো মনে।

যেদিন আমরা স্বাধীন
সেদিন "আয় তবে সহচরী'-হতে পারো।

এই অমোঘ ব্রহ্মান্ডের নিয়ত-খেলায়
তুমি-আমি মূলত খেলার সাথী ছিলাম।