নীলরঙ;
একদিকে বিষাদ অন্যদিকে বিষ ;
গভীর সমুদ্র ধারণ করেছে তাকে।  
পৃথিবীকেও দেখেছি এই রঙে ;
কখনো দূর থেকে কখনো মনোলোকে।  

তবুও নীলরঙটাই প্রিয় হলো,  
ভালোবেসে ফেলার পর দেখা গেলো!
এই নীলই জানে শান্তি;
জানে জীবনের রঙ
অথবা নির্বাণ।