চিরচেনা মোদের এই প্রিয় বসুধা
সহসাই যেন এক মৃত্যুপুরী,
এলো এলো ভাইরাস করোনা
কি যে এক মহামারী!
নেই কোলাহল কোথাও
শহর নগর কিবা হাটে,
চারদিক স্তব্ধ, নিঝুম নিশি
চিরচেনা মাট ঘাটে।
পেলে কারে স্বজনে তারে
বলে শুধু পালাই পালাই,
যা হবার হবে হোক
আগে আপনারে বাঁচাই।
কত প্রিয় মুখে কি যে ধুকে ধুকে
করে মৃত্যুরে আলিঙ্গন,
ভাগ্যে জোটে না কবর-শ্মশান
সরে যায় কত প্রিয় কত আপনজন।
দিও না এমন মৃত্যু মোদেরে
রক্ষা কর ওগো দয়াময়,
মরণের পরে জানাজা দাফন
যেন গো মোদের নসিবে হয়।