কাড়ি কাড়ি খরচ করে ঢাক ঢোল পিটিয়ে,
প্রচারিল দাতা সে যে খবরের কাগজ ছাপিয়ে।
নিতে আসে দুঃস্থজনে দীর্ঘ লাইন ধরে,
যা পেল তা নিয়ে এক পুটলি বেঁধে ফেরে।
কে যেনো আজ ও পাড়াতে ত্রাণ দিয়ে গেছে,
সবাই নাকি দুপুরে আজ পেট পুরে খেয়েছে।
বাবাও গেছে; আসে না কেনো বেলা যে ঢুবে গেলো!
পথ পানে সব চেয়ে আছে এই বুঝি ওই এলো।
ছ'সন্তানের পরিবারে ধরলো সবাই ঘিরি,
কী এনেছো কী এনেছো বাজান, দাও খিদেয় মরি।
অবশেষে দিলেন বাবা পুটলি হাতে তুলে,
ফিকে হলো সকল আশা যা দেখল গিঁট খুলে!