সব জুলুমের কপাট খুলে
ন্যায়ের পতাকা উড়াবই
ক্ষণস্থায়ী জীবনে মোদের
শির উঁচিয়ে বাঁচবই।

ন্যায়ের তরে প্রাণ দিতেও
নয় কুণ্ঠা-সংশয়,
বাঁচলে গাজী মরলে শহিদ
মোদের কিসের ভয়?

সত্য ন্যায়ের ঝান্ডা ধরেই
বাঁচব না হয় অল্প,
শোনবে এই পৃথিবী মোদের
বিজয় গাঁথা গল্প।

_______________
||লংলা সৈয়দবাড়ি, কুলাউড়া ||
||০৩.০১.২০২২||