রাতের শেষে মরুর দেশে
ফুটল আলোর ফুল
ডাকল পাখি, হাসল তারা
এলেন সেরা রাসূল।

হল অবসান আঁধার যত
আলোর প্রদীপ জ্বললো
আগমনী বার্তা নিয়ে
ভোরের হাওয়া চললো।

মুছে গেল আঁধার কালো
হাসল পৃথিবী
পথের দিশা দেখিয়ে দিলেন
আমার বিশ্বনবী।

______________________
রচনার স্থান: ইসলামপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
তারিখ: মার্চ, ২০০৪খ্রি.
ছাপা: (মিলাদুন্নবি স. বার্ষিক স্মারক) সুবহে সাদিক ১৪২৯হি./ ২০০৮খ্রি.